মিরপুরে অনুশীলন সারলেন সাকিব

শুভ দেবনাথ

টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব নিয়েই মিরপুরে অনুশীলন সেরেছেন সাকিব আল হাসান। হোম অফ ক্রিকেটের সবুজ গালিচায় সময় কাটিয়েছেন দীর্ঘক্ষণ। ২২ গজে নিজেকে প্রমাণে তার এ কঠোর অনুশীলন। ১৯ আগস্ট এশিয়া কাপের দলীয় অনুশীলন শুরু।

তার আগেই নিজেকে ঝালিয়ে নিয়েছেন বাংলার নবাব।  

ক্রিকেট মাঠ কিংবা বাইরে-সবখানেই সাকিব মানেই ক্রেজ। টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণার পর দিনই মিরপুরে এলেন হাস্যজ্জল ভঙ্গিতেই। এদিন ফিটনেস ট্রেনিংয়ে জোড় দিলেন বাংলার নবাব।

বেটউইনার বির্তক পিছনে ফেলে আপন আলোয় উজ্জল ৩৬ এ পা রাখা সুপার সাকিব। সতীর্থ মুমিনুল হকের সঙ্গেও খোশ গল্পে মেতেছিলেন।

এরপর ম্যাচ ফিটনেস ফিরে পেতে ফিজিওকে সঙ্গে নিয়ে রানিং সাড়লেন। সামনে এশিয়া কাপের মেগা আসর। দল গঠনের পাশাপাশি নিজেকে সেরাদের কাতারে নিতেই এমন পরিশ্রম তার।

এর আগেও টি-টোয়েন্টির দায়িত্বে সামলিয়েছেন সাকিব। ২১ ম্যাচে জয় ৭টি, হার ১৪টি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আবারো সাকিবকে ক্যাপ্টেন হিসাবে বেছে নেয়ার কারণ জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান।

শ্রাবণের শেষ দিনে বৃষ্টিতে ভেসেছে মিরপুর। আকাশের পানে চেয়ে মিস্টার অলরাউন্ডার হয়তো মনে মনে সংকল্প করেছেন টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নিয়ে যাবেন অন্য উচ্চতায়।

news24bd.tv/রিমু