চকবাজারের পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

সংগৃহীত ছবি

চকবাজারের পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

রাজধানীর লালবাগের চকবাজারের দেবীদ্বার ঘাটে পলিথিনের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুই ঘণ্টার বেশি সময় ধরে ফায়ার সার্ভিসের চেষ্টার পর দুপুর ২টা ২০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।

এর আগে, আজ সোমবার দুপুর ১২টার দিকে পলিথিনের কারখানায় আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের একটি বার্তার মাধ্যমে জানানো হয়।

আগুনের খবর পেয়ে দুপুর ১২টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। প্রথমে ছয়টি ইউনিট যোগ দেয়।

পরে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

news24bd.tv/রিমু