ভয়াল সেই রাতের স্মৃতিচারণ করলেন জয়

সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক থেকে।

ভয়াল সেই রাতের স্মৃতিচারণ করলেন জয়

অনলাইন ডেস্ক

জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকীর দিনে ১৫ আগস্ট সেই ভয়াল রাতের স্মৃতিচারণ করলেন বাংলাদেশী আইসিটি পরামর্শক ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার এক ফেসবুক পোস্টে বঙ্গবন্ধুর খুনিদের নির্মমতার কথা স্মরণ করেন তিনি।

পোস্টে জয় লেখেন, 'পরাজিত শক্তির ষড়যন্ত্র থেমে থাকেনি। পরাজয়ের প্রতিশোধ নিতে তারা ক্রমাগত ষড়যন্ত্রের ফাঁদ পেতে থাকে।

ষড়যন্ত্রকারীরা ১৫ আগস্টের সেই হত্যাকাণ্ডে বিপথগামী সেনা সদস্যদের ব্যবহার করে এই ষড়যন্ত্রকে বাস্তবে রূপ দেয়। তারা ধানমন্ডি ৩২-এ আমাদের স্বাধীনতার প্রজনন স্থান হিসেবে পরিচিত বাড়িতে হামলা চালায়। তারা জাতির পিতা বঙ্গবন্ধু ও সেখানে বসবাসরত তার পরিবারের সকল সদস্যকে হত্যা করে। '

জয় আরও লেখেন, 'বিশ্ব ও মানব সভ্যতার ইতিহাসে এই জঘন্যতম নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমে তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যাই করেনি, হাজার বছরের প্রতীক্ষিত আদর্শকে হত্যার চেষ্টা করেছে।

তাদের বীরত্বপূর্ণ বীরত্বগাথা মুছে ফেলার অপচেষ্টা ছিল। '

ক্ষোভ প্রকাশ করে জয় লেখেন, 'বঙ্গবন্ধুর এই নৃশংস হত্যাকাণ্ড সমগ্র বাঙালি জাতির জন্য দুঃখজনক ঘটনা হলেও সেই হত্যাকাণ্ডের অপরাধীদের বিচার না করে দীর্ঘদিন ধরে তাদের ঢাল করার জন্য ঘৃণ্য অপকর্ম চালিয়েছে। এমনকি খুনিরাও নানাভাবে পুরস্কৃত হয়েছে।  হত্যার বিচার ঠেকাতে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক সরকার কুখ্যাত ‘ইনডেমনিটি অর্ডিন্যান্স (দায়মুক্তি)’ জারি করেছিল। '

news24bd.tv/FA