বিশ্বব্যাপী জ্বালানি সংকটেও সৌদি আরামকোর দ্বিগুণ লাভ

সংগৃহীত ছবি

বিশ্বব্যাপী জ্বালানি সংকটেও সৌদি আরামকোর দ্বিগুণ লাভ

অনলাইন ডেস্ক

তেল কোম্পানি সৌদি আরামকো চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত ৪৮.৪ বিলিয়ন ডলার বা প্রায় চার লাখ ৬১ হাজার কোটি টাকা লাভ হয়েছে বলে জানিয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে একই সময়ে কোম্পানির লাভ হয়েছিল ২৫.৫ বিলিয়ন ডলার।  অর্থাৎ এবার প্রায় ৯০ শতাংশ বেশি লাভ হয়েছে৷ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আরামকোর লাভের পরিমাণ ছিল ৩৯.৫ বিলিয়ন ডলার।

 যা চলতি বছরের প্রথম ছয় মাসে ৮৭.৯ বিলিয়ন ডলার লাভ করেছে আরামকো।  গতবছর একই সময়ে লাভের পরিমাণ ছিল ৪৭.২ বিলিয়ন ডলার।

মহামারির পর ইউক্রেন যুদ্ধ। সবমিলিয়ে তেলের বাজারে দেখা দেয় অস্থিরতা।

 হু হু করে বাড়তে থাকে দাম। জুন মাসে তেলের দাম সবচেয়ে বেশি ছিল।  পরে তা ব্যারেলপ্রতি ৩০ ডলারের বেশি কমে এলেও এখনও তা ১০০ ডলারের আশেপাশে রয়েছে।

চলতি বছরে আরামকো কিছুদিন অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়।  এখন সেই তালিকায় আরামকোর অবস্থান দুই নম্বরে।  সৌদির সবথেকে বড় আয়ের উৎস আরামকো। বলা হয়, সৌদি কর্তৃপক্ষ রাজস্ব আয়ের আরও উৎসের খোঁজ শুরু করলেও এখনও তেল ও গ্যাস বিক্রি থেকেই সবচেয়ে বেশি আয় করছে।

news24bd.tv/FA