গার্ডার সরিয়ে চাপা পড়া ৫ মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

গার্ডার সরিয়ে চাপা পড়া ৫ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরায় সড়কে নির্মাণাধীন বাস র্যপিড  ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডারে চাপা পড়া গাড়ি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় তিন ঘন্টার চেষ্টায় ৭০ টন ওজনের গার্ডারটি সরানো সম্ভব হয়।  এ ঘটনায় আহত দুই যাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

এর আগে, রাজধানীর উত্তরায় সড়কে নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার পড়ে একটি প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হন।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে জসীম উদ্‌দীন মোড়ে আড়ংয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরার পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম।

ফায়ার সার্ভিস বলছে, ক্রেন দিয়ে গার্ডারটি তোলার সময় সেটি ছিটকে প্রাইভেটকারের ওপর পড়ে যায়। তাতেই এ হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ক্রেন দিয়ে গার্ডার উঠানোর কাজ চলছিল। এ সময় প্রাইভেটকার নিচ দিয়ে যাচ্ছিল। তখন ক্রেনটির এক পাশ উল্টে গার্ডারটি ছিটকে গাড়ির ওপরে পড়ে।

news24bd.tv/আজিজ