উত্তরা-গাজীপুর যান চলাচল স্বাভাবিক

সংগৃহীত ছবি

উত্তরা-গাজীপুর যান চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ার পর উত্তরা-গাজীপুর সড়ক বন্ধ করে দেয় কর্তব্যরত পুলিশ। অবশেষে প্রায় ৬ ঘণ্টা পর ওই রূটে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) রাত ৯টা ৫৫ মিনিট থেকে এ রূটে ফের যান চলাচল শুরু হয়।

এদিন বিকেলে উত্তরার জসিমউদ্দিন এলাকায় আড়ং শো-রুমের সামনে বিআরটি প্রকল্পের একটি গার্ডার ক্রেনে তোলার সময় সেটি ছিটকে পড়ে ঘটনাস্থলে ৫ প্রাইভেটকার আরোহীর মৃত্যু হয়।

পরে প্রাইভেটকার কেটে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা সবাই একই পরিবারের বলে জানা গেছে।

নিহতরা হলেন- রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। আরেকজনের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় হৃদয় (২৬) ও রিয়া মনি (২১) নামে দু'জন আহত হয়েছেন।

news24bd.tv/কামরুল