ফের সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল , নিহত ৩

সংগৃহীত ছবি

ফের সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল , নিহত ৩

অনলাইন ডেস্ক

ইহুদিবাদী ইসরায়েল আবারো সিরিয়ার উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত তিন সেনা নিহত এবং তিন সেনা আহত হয়েছে। গত রবিবার ইহুদিবাদী সেনারা সিরিয়ার উপকূলীয় তারতুস অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালালে এসব সেনা হতাহত হয়।

ইরানের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলম জানিয়েছে, তারতুসের দক্ষিণ অংশে ইহুদিবাদীদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র আঘাত করে।

তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করে।  

আল-আলম টেলিভিশনের রিপোর্টার জানান, তারতুসের আকাশে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ওই এলাকায় অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মী পাঠানো হয়। সিরিয়ার একটি সামরিক সূত্র রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে জানিয়েছেন, দেশটির সশস্ত্র বাহিনী ও ইসরায়েলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপতিত করেছে।

এদিকে, লেবাননের গণমাধ্যমগুলো জানিয়েছে, রোবারের এই হামলা চালাতে ইহুদিবাদী সেনারা লেবাননের আকাশসীমা ব্যবহার করে।

ইসরায়েলের চ্যানেল-১২ নিশ্চিত করেছে যে, ইহুদিবাদী সেনাদের যুদ্ধবিমান সিরিয়ায় হামলা চালিয়েছে। সূত্র : পার্সটুডে।

news24bd.tv/কামরুল