ফুটবল থেকে ভারতকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করলো ফিফা

ফাইল ছবি

ফুটবল থেকে ভারতকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করলো ফিফা

অনলাইন ডেস্ক

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

গতকাল সোমবার ফিফার এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে সর্বোসম্মতভাবে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা কাউন্সিল। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, ফিফার ভাবমূর্তির বড় রকমের নিয়মভঙ্গ।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার আইনে স্পষ্টভাবে বলা আছে, ফিফা স্বীকৃত প্রতিটি দেশের ফুটবল সংস্থা হবে স্ব-শাসিত।

এই সংস্থায় কোনও হস্তক্ষেপ থাকবে না, সরকার বা কোনও তৃতীয় পক্ষের। সুপ্রিম কোর্ট নির্দেশে নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) এআইএফএফ-এর অভ্যন্তরীণ বিষয়ে ঢোকার ফলেই নির্বাসিত হতে হল ফেডারেশনকে।  

দেশের ফটবলের সর্বোচ্চ সংস্থায় অনিয়মের অভিযোগ তুলে মামলা হয় আলাদতে। গত ১২ মে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লি ফুটবল ক্লাবের শীর্ষ কর্তা।

তিনি অভিযোগ জানান, বেআইনিভাবে এক দশকের বেশি সময় এআইএফএফ-এর শীর্ষ পদ দখল করে বসে রয়েছেন প্রফুল প্যাটেল। সেই মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত রায় দেয় নির্বাচন করে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত ফেডারেশনের সমস্ত দায়িত্ব এবং কর্মকাণ্ড পরিচালিত হবে তিন সদস্যের সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির মাধ্যমে। এই কমিটিতে রয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারক অনিল ডাভে এবং প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি।

এ বছর ভারতের মাটিতে ১১ থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব ১৭ নারীদের বিশ্বকাপ। ফিফার এই নিষেধাজ্ঞার ফলে বিশ্বকাপও আপাতত স্থগিত  রাখা হয়েছে।

news24bd.tv/রিমু