'ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় বাধা হবে না রাশিয়া'

মিখাইল উলিয়ানোভ

ভিয়েনায় রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ

'ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় বাধা হবে না রাশিয়া'

অনলাইন ডেস্ক

রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যেই ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় বাধা হবে না রাশিয়া।

সোমবার রাতে ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় মিখাইল উলিয়ানোভ একথা জানান।

তিনি বলেন, রাশিয়া কখনও ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় বাধা হয়ে দাঁড়ায়নি এবং ভবিষ্যতেও বাধা দেবে না।

উলিয়ানোভ জানান, রাশিয়া ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার কাজে সম্ভাব্য সবরকম সহযেগিতা করবে।

 

ভিয়েনায় ইরান সংক্রান্ত সর্বশেষ আলোচনা গত ৪ আগস্ট শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলে। এই সংলাপে অংশগ্রহণকারী প্রায় সব দেশ আলোচনার একটি পরিসমাপ্তি টেনে ইরানের ওপর থেকে আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষপাতী। কিন্তু এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের বিষয়টি অমীমাংসিত ও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আমেরিকার রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

গত ৮ আগস্ট শেষ হওয়া আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পক্ষ থেকে একটি চূড়ান্ত চুক্তির খসড়া উত্থাপন করা হয়।

ওই খসড়া তৈরিতে রাশিয়ার অংশগ্রহণ ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে উলিয়ানোভ না-সূচক জবাব দিয়ে বলেন, এই খসড়া মূলত এর আগে আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলো যে সব বিষয়ে মতৈক্যে পৌঁছেছিল তার সারসংক্ষেপ এবং এতে ইইউর পক্ষ থেকে কয়েকটি সংশোধনী আনা হয়েছে মাত্র।

news24bd.tv/রিমু