জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি

সংগৃহীত ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি

জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি প্রজ্ঞাপনের কার্যকারিতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটের শুনানি নিয়ে মঙ্গলবার  বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে জ্বালানি তেলে মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৮ ই আগস্ট আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রত্যাহারে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।