ক্রিমিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণকে নাশকতা বলছে রাশিয়া

সংগৃহীত ছবি

ক্রিমিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণকে নাশকতা বলছে রাশিয়া

অনলাইন ডেস্ক

ক্রিমিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণকে নাশকতা বলে উল্লেখ করেছে রাশিয়ার। মঙ্গলবারের ওই বিস্ফোরণগুলোকে আপাতত নাশকতা হিসেবেই দেখা হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পার্সটুডের খবরে বলা হয়, নাশকতায় বেসামরিক ক্ষয়ক্ষতিও হয়েছে বলে জানায় রুশ মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরও জানায়, ক্রিমিয়ার ডজানকাই এলাকার মাইসকে গ্রামের একটি অস্থায়ী অস্ত্র গুদামে মস্কোর স্থানীয় সময় সকাল ছয়টার দিকে বিস্ফোরণ ঘটে।

এতে আগুন ধরে যায়। এতে দুই ব্যক্তি আহত হয়েছেন।

চলতি বছরের শুরুতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান শুরুর পর ইউক্রেনকে সব ধরণের সাহায্য ও সমর্থন দিচ্ছে ইউরোপ ও আমেরিকা। সেই থেকেই বিভিন্ন ইস্যুতে পরোক্ষভাবে ইউরোপ-আমেরিকাকেই ইউক্রেন সংকটে দোষী করে আসছে রাশিয়া।

ফলে আন্তর্জাতিক মহলে বেশ চাপ ও নানা নিষেধাজ্ঞার মুখে রয়েছে রাশিয়া। এর মাঝেই দেশটি থেকে সকল প্রকার জ্বালানি রপ্তানি বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে দেখা দিয়েছে অর্থনৈতিক অস্থিরতা।

news24bd.tv/FA