ফিলিং স্টেশনের ডিজেল ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিলো বিএসটিআই

ফিলিং স্টেশনের ডিজেল ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিলো বিএসটিআই

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সিদ্ধিরগঞ্জ ও কদমতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিএসটিআই। এসময় অবৈধভাবে উৎপাদিত মশার কয়েল কোম্পানিকে ও পরিমাণে কম দেয়ায় একটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করেন বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার। প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই'র কর্মকর্তা ইবাদত মানিক এবং ফিল্ড অফিসার (সিএম) ও সোহাগ হায়দার।

অভিযানে বিএসটিআই আইন ২০১৮ অনুসারে বাধ্যতামূলক মশার কয়েল পণ্যের অনুকূলে বিএসটিআই'র সনদ বা ছাড়পত্র ছাড়াই তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে এ এম কনজুমার নামে একটি কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসময়ে ওজন ও পরিমাপে কম দেয়ায় খান এন্ড চৌধুরী ফিলিং স্টেশন নামে একটি তেল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটটি বন্ধ করে দেয়া হয়।

news24bd.tv/FA