অচেতন চালক নিয়ে গাড়ি চলল ২৫ কিলোমিটার

সংগৃহীত ছবি

অচেতন চালক নিয়ে গাড়ি চলল ২৫ কিলোমিটার

অনলাইন ডেস্ক

গাড়ি চালাতে চালাতে অচেতন হয়ে পড়েছিলেন এক চালক। সে অবস্থাতেই গাড়ি চলেছে ২৫ কিলোমিটার। অলৌকিকভাবে দুর্ঘটনার স্বীকার হয়নি গাড়িটি। এ ঘটনা ঘটেছে বেলজিয়ামে।

 

চালকবিহীন গাড়ি দেখে সন্দেহ হয় টহলরত পুলিশের। তারা জোরপূর্বক গাড়িটিকে থামালে দেখতে পান চালকের আসনে অচেতন হয়ে পড়ে আছেন চালক। দ্রুত প্যরামেডিক ডাকা হয়।    

পুলিশ জানিয়েছে, চালক অচেতন হয়ে পড়ার পর ওই অবস্থায় গাড়িটি ২৫ কিলোমিটার চলেছে।

প্রাথমিক তদন্তের পর এমনটাই জানতে পেরেছে তারা। চালক অচৈতন্য হয়ে পড়ার পর গাড়িটি লেনও বদল করেছে বেশ কয়েক বার। জানা গেছে, গাড়িটিতে অত্যাআধুনিক প্রযুক্তি ছিলো। চালক অচেতন হয়ে গাড়ির লেন অ্যাসিস্ট এবং ক্রুজ কন্ট্রোল সক্রিয় হয়ে যায়। গাড়ির গতি ও লেন বদল নিয়ন্ত্রণ করে গিয়েছে সেই প্রযুক্তি।

news24bd.tv/আজিজ