পাবনায় স্ত্রীকে গুলি করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

পাবনায় স্ত্রীকে গুলি করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পাবনার সদর উপজেলার ভাঁড়ারা গ্রামের গৃহবধূ রুমানা পারভিনকে হত্যার দায়ে স্বামী মো. আব্দুল্লাহ ওরফে আকাত কে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। এই মামলার অপর তিন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি আব্দুল্লাহ ওরফে আকাত সদর উপজেলার  ভাঁড়ারা গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত গৃহবধু রুমানা পারভীন একই গ্রামের  রফিকুল ইসলামের মেয়ে।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ সালের ৩০ অক্টোবর  রাত ২ টার সময় যৌতুকের দাবিতে আকাত তার স্ত্রী রুমানাকে মারধর ও পরে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে নিহতের বাবা রফিকুল বাদী হয়ে সদর থানায় ৪ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরের বছরের ১৬ জানুয়ারী ৫ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন আদালত।

news24bd.tv/আজিজ