রবীন্দ্রনাথকে নিয়ে অধ্যাপক আনোয়ারুলের লেখা বইয়ের মোড়ক উন্মোচন

রবীন্দ্রনাথকে নিয়ে অধ্যাপক আনোয়ারুলের লেখা বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অধ্যাপক আনোয়ারুল করিমের লেখা বই, 'আ গিফট অফ দ্য মেজাই টু দ্য ওয়েস্ট' এবং 'গ্লিম্পসেস অফ বেঙ্গল - হিজ এক্সট্যাসি অ্যান্ড অ্যাগনি' -এর মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ ভারত ও বাংলাদেশের অন্যান্য বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যে গুরুদেবের অবদান তুলে ধরেন। সেইসাথে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র যেভাবে ঠাকুরের ঐতিহ্যকে তুলে ধরার জন্য নিয়মিতভাবে এই ধরণের অনুষ্ঠান আয়োজন করে সে ব্যাপারে আলোকপাত করেন।

রবিঠাকুরের ঐতিহ্য রক্ষার প্রচেষ্টায় ভারতীয় হাইকমিশন রবিঠাকুরের জন্মস্থান শিলাইদহে ১৮.১৭ কোটি টাকা ব্যয়ে একটি রবীন্দ্র ভবন প্রতিষ্ঠায় সহায়তা করেছে বলেও জানান ড. বিনয় জর্জ।

news24bd.tv/FA