আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

প্রতীকী ছবি

আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. আবু বক্কর সিদ্দিক হাবু (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় যাত্রাবাড়ী এলাকার শহীদ ফারুক সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবু বক্কর শরীয়তপুরের ডামুড্যা থানার নর্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

কর্মসূত্রে রাজধানীর যাত্রাবাড়ীর টানবাজার এলাকায় থাকা আবু বক্কর রাজধানীর ৫০ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি। তিনি কাঁচামালের ব্যবসা করতেন।

নিহত আবু বক্করের খালাতো ভাই মো. মিঠু জানান, সন্ধ্যার দিকে বাসায় উদ্দেশে দোকান থেকে বের হন আবু বক্কর। তিনি শহীদ ফারুক সড়ক এলাকায় পৌঁছালে কয়েকজন তাকে ছুরিকাঘাত করেন।

এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই ইউনিটের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, ‘গতকাল ফুটপাতে বৈদ্যুতিক লাইন নিয়ে ওই এলাকার কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব হয়। আমার ধারণা, তারাই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। ’

news24bd.tv/মামুন