১৮ বাসকে ৭৪ হাজার টাকা জরিমানা বিআরটিএর

ফাইল ছবি

১৮ বাসকে ৭৪ হাজার টাকা জরিমানা বিআরটিএর

অনলাইন ডেস্ক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরেই বাড়ানো হয় বাসের ভাড়া। তবে নির্ধারিতের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করে আসছে সাধারণ যাত্রীরা। এ জন্য অভিযানে নামে সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ। সবশেষ মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রামে ১৮টি বাসকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিআরটিএ উপপরিচালক (এনফোর্সমেন্ট) হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঢাকা ও চট্টগ্রাম, এ দুই মহানগরে ১১টি স্পটে অভিযান চালানো হয়। এ সময় ভাড়া বেশি নেওয়ার সত্যতা পাওয়ায় ১৮টি বাসকে ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

news24bd.tv/মামুন