খুদে ভক্তের স্বপ্ন পূরণ

শুভ দেবনাথ

ক্লাস ওয়ানের ছাত্র নাইম শেখ নিজের নাম বদলে রেখেছেন সাকিব আল হাসান। সাকিবের সাথে দেখা করতে গত কয়েক মাস শেরেবাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন নাইম শেখ। অপেক্ষা যদি একটু দেখা পাওয়া যায় প্রিয় খেলোয়াড়ের। সেই স্বপ্ন পূরণ হয়েছে।

তার সাথে দেখা করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রাক্টিস গ্রাউন্ডে সাকিবকে এক ওভার বলও করেছেন সাকিবের ক্ষুদে এই ভক্ত।  

সাকিব নিউজ টোয়েন্টিফোরের কাছে জানতে পারেন তার এই ক্ষুদে ভক্তের কথা। দেখা করেন ক্ষুদে এই ভক্তের সাথে।

তাতেই স্বপ্ন পূরণ হলো নাইমের। সাকিবের সাথে কাটিয়েছেন দূর্দান্ত কিছু সময়। সাকিবের সাথে দেখা হওয়ায় উচ্ছ্বসিত তার এই ভক্ত।  

রিক্সাচালক বাবার ছেলে নাইমের স্বপ্ন একদিন সাকিবের মত ক্রিকেটার হবেন। সেটা যেন বুঝতে পেরেছেন সাকিব। ক্রিকেট কিট উপহার দেবার আশ্বাস দিয়েছেন খুদে এই ভক্তকে।  

সাকিবকে টি-টোয়েন্টি অধিনায়ক করায় বোর্ড সভাপতি নাজমুল হাসানকে ধন্যবাদ জানান ক্ষুদে নাইম। নেটে বল করে সাকিবকে আউট করতে না পারায় আক্ষেপ নাইমের। সাকিবের সাথে দেখা করার খবরে উচ্ছসিত তার বাবা।  

বাংলার ক্রিকেটের নবাবকে নিয়ে আলোচনা হয়, হয় নানা সমোলোচনা। তবে নিজের পারফর্মেন্স ‍আর ব্যবহারে জয় করে নেন কোটি মানুষের হৃদয়।