‘এশিয়া কাপ খেলার দরকার নেই ভারতের’

বীরেন্দ্র শেওয়াগ

‘এশিয়া কাপ খেলার দরকার নেই ভারতের’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

১১ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হবে ভারতের। আর ১৮ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে হবে তাদের। তার ঠিক পরের দিনই ভারত মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের।  

মানে, লন্ডন থেকে দুবাইয়ে নেমেই পরপর দু’‌দিন খেলতে হবে দুটো ৫০ ওভারের ম্যাচ! মাঝে কোনো বিশ্রাম নেই।

এশিয়া কাপের সূচি নিয়ে তাই চটেছেন বীরেন্দ্র শেওয়াগ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এ রকম আচরণ কিছুতেই মেনে নিতে পারছেন না ‘ভীরু’।  

দেশের হয়ে বিশ্বকাপ জয়ী এই খেলোয়াড় সূচি নিয়ে বলেছেন, ‘‌এশিয়া কাপের সূচি দেখে ভীষণ বিরক্ত হয়েছি। এখনকার দিনে পরপর দু’‌দিন ৫০ ওভারের ম্যাচ খেলা যায় না।

এটা অমানবিক। ইংল্যান্ডে টি-টোয়েন্টি ম্যাচের আগেও দু’‌দিন বিশ্রাম ছিল। অথচ দুবাইয়ের প্রচণ্ড গরমে পরপর ম্যাচ। সূচিটা মোটেও ঠিক হয়নি। ’‌

এরপরই আক্রমণাত্মক সুরে কথা বলেন সাবেক মারকুটে ব্যাটসম্যান, ‘‌এশিয়া কাপ নিয়ে কান্নাকাটির কিছু নেই। টুর্নামেন্টটা খেলার দরকারই নেই। তার চেয়ে হোম ও অ্যাওয়ে সিরিজের জন্য দল প্রস্তুতি নিলে ভালো হবে। ’‌

শেওয়াগ আরও বলেন, ‘‌পাকিস্তানকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এশিয়া কাপের সূচি এ রকম করা হয়েছে। ভারতীয় দল ইংল্যান্ড সফরের পর ক্লান্ত থাকবে। অপরদিকে পাকিস্তান তরতাজা হয়ে নামবে। আমি তো বলবো বিসিসিআই এখানে হস্তক্ষেপ করুক। সূচি বদল না হলে এশিয়া কাপ খেলার দরকারই নেই ভারতের। ’‌

সূত্র: ডিএনএ, ইন্ডিয়া টুডে

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর