মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত 

মিয়ানমারে জাতিসংঘের নবনিযুক্ত বিশেষ দূত নোলীন হাইজার

মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত 

অনলাইন ডেস্ক

জাতিসংঘের বিশেষ দূত নোলীন হাইজার মঙ্গলবার মিয়ানমার সফরে গেছেন। দায়িত্ব নেওয়ার পর মিয়ানমারে এটাই তার প্রথম সফর। অং সান সু চিকে দুর্নীতির দায়ে ছয় বছরের কারাদণ্ড দেওয়ার এক দিন পর এই সফরে যান তিনি। খবর এএফপি।

জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, মিয়ানমারে জাতিসংঘের নবনিযুক্ত বিশেষ দূত নোলীন হাইজার ক্রমাগত অবনতিশীল পরিস্থিতি, সাম্প্রতিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনায় জোর দেবেন। তবে জান্তার শীর্ষ নেতা কিংবা সু চির সঙ্গে তিনি দেখা করবেন কি না, এ বিষয়ে তারা স্পষ্ট কিছু জানায়নি।

সিঙ্গাপুরের সমাজবিজ্ঞানী হাইজারকে গত বছর মিয়ানমারের বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন জাতিসংঘ মহাসচিব। এর আগে এই পদে ছিলেন সুইস কূটনীতিক শ্রেনার বার্গেনার।

তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে ‘কঠোর অবস্থান’-এর ব্যাপারে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তাই মিয়ানমার গণমাধ্যমে তিনি ব্যাপক সমালোচিত হন এবং জান্তা তাকে মিয়ানমার সফর করতে দেয়নি।

গত বছর ফেব্রুয়ারিতে সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। সু চি ও তার দলের অন্য নেতাদের গ্রেপ্তার করে চলছে কথিত বিচার।  

news24bd.tv/আলী