দাম কমাতে প্রয়োজনে ডিম আমদানি করা হবে: বাণিজ্যমন্ত্রী 

ফাইল ছবি

দাম কমাতে প্রয়োজনে ডিম আমদানি করা হবে: বাণিজ্যমন্ত্রী 

অনলাইন ডেস্ক

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাজারে বিভিন্ন পণ্যের দাম যে হারে বেড়েছে, এ হারে বাড়ার কথা নয়। এক্ষেত্রে ব্যবসায়ীরা কেউ কেউ সুযোগ নিচ্ছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়া দাম কমাতে প্রয়োজনে ডিম আমদানির সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

আজ বুধবার শোকাবহ আগস্ট উপলক্ষে দেশের ১ কোটি পরিবারের মধ্যে সাশ্রয়ী মূল্যে পণ্য বিতরণ নিয়ে টিআইবির প্রতিবেদন তৈরির বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন টিপু মুনশি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ডিম আমদানি করতে গেলে তো একটু সময় লাগবে। আমরা একটু দেখি, আমাদের একটু সময় দেন। যদি ডিম আমদানি করলে দাম কমে, তাহলে আমরা আমদানির সিদ্ধান্ত নেব।

মন্ত্রী বলেন, আমরা কৃষি, মৎস্যসহ কয়েকটা মন্ত্রণালয় মিলে কীভাবে ডিমের দাম কমানো যায় সে বিষয়ে আলোচনা করব।

তবে সবকিছু রাতারাতি নিয়ন্ত্রণ করা সম্ভব না।

বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্যমূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে একদিকে ভোজ্যতেলের দাম কমেছে; অন্যদিকে ডলারের মূল্য বাড়ছে। এ দুটি বিষয় সমন্বয় করেই ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হবে।

মন্ত্রী বলেন, নানা জটিলতার কারণে সাশ্রয়ী মূল্যে পণ্য বিতরণে কিছুটা অনিয়ম হতে পারে, কিন্তু টিআইবির প্রতিবেদন সঠিক নয়।

মন্ত্রী আরও বলেন, এ কার্যক্রমে ৫ শতাংশ মানুষের মধ্যে পণ্য বিতরণে সমস্যা হতে পারে, বাকি ৯৫ ভাগ মানুষ তালিকা অনুসারে সঠিক পদ্ধতিতে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য পেয়েছেন।

news24bd.tv/রিমু