মালিকের পায়ে গুলি করে দিন-দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি!
মালিকের পায়ে গুলি করে দিন-দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি!

ফাইল ছবি

মালিকের পায়ে গুলি করে দিন-দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি!

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরাণীগঞ্জে দিন-দুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, দোকানের মালিক স্বপনের পায়ে গুলি করে প্রায় ১১ কেজি স্বর্ণ নিয়ে পালিয়ে গেছে ডাকাতরা।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর বাজারের নিউ আলামিন জুয়েলার্সে এ ঘটনা ঘটে।  পরে জুয়েলার্সের মালিক স্বপন মন্ডলকে (৫০) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল করিম গণমাধ্যমকে জানান, আহত স্বর্ণব্যবসায়ীর ডান হাঁটুর উপরে গুলি লেগেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে দিকে দু'টি মোটরসাইকেলে করে ৬ জন দোকানের সামনে এসে প্রথমে কয়েকটি বোমা ফাটিয়ে এলাকা আতঙ্ক সৃষ্টি করে। পরে চার জন মোটরসাইকেল থেকে নেমে দোকানে ঢুকে মালিক স্বপনের পায়ে গুলি করে স্বর্ণালংকার লুট করে নিয়ে চলে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

news24bd.tv/FA