বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে জানতে হবে, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে তদন্ত করার ক্ষমতা জাতিসংঘের নেই। ’
বুধবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘জগাখিচুড়ি জোট নিয়ে গতবার ধরা খেয়েছেন মির্জা ফখরুল সাহেব।
তিনি আরও বলেন, ‘খেলা হবে নির্বাচনে। খেলা হবে রাজপথে। খেলা হবে, মোকাবিলা হবে।
দেশে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। নিরপেক্ষ সরকারের কথা বলে দেশে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবার সতর্ক থাকতে হবে। ’
news24bd.tv/মামুন