নকল চাবি দিয়ে মোটরসাইকেল চুরির সংঘবদ্ধ চক্র গ্রেপ্তার

ফাইল ছবি

নকল চাবি দিয়ে মোটরসাইকেল চুরির সংঘবদ্ধ চক্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নকল চাবি বানিয়ে রাজধানীতে ৭ বছরে ৫ শতাধিক মোটরসাইকেল চুরির সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সেইসাথে উত্তরায় গাড়ি চোর চক্রের ৪ জনকে আটক করা হয়েছে। একইদিন অটোরকিশা চোর চক্রের মূলহোতা কমলসহ ৪ জনকে আটক করে র‍্যাব।

নকল চাবি দিয়ে পুরাণ ঢাকার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে তা মুন্সিগঞ্জ ও ঢাকার আশেপাশে বিক্রি করতো একটি চক্র।

উদ্ধার করা হয়েছে ১৩টি চোরাই মোটরসাইকেল। বুধবার (১৭ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে ডিবি প্রধান হারুন অর রশীদ এসব তথ্য দেন।

পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম জানান, একাধিক গাড়ীর চুরির সাথে জড়িত সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে গাড়ী চুরির সরঞ্জামাদি জব্দ করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

এদিকে, অধিনায়ক, র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, আলাদা অভিযানে রাজধানীর সবুজবাগ ও মুগদা এলাকা থেকে অটোরিকশা চোরচক্রের মূলহোতা কমলসহ ৪ জন গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয় ২৩টি চোরাই অটোরিকশা। র‍্যাব আরও জানান, গত ৭ বছরে ৫ শতাধিক ব্যাটারিচালিত রিক্সা চুরি ও ছিনতাই করেছে তারা।

news24bd.tv/FA