আফ্রিকার জিম্বাবুয়েতে হামে আক্রান্ত হয়ে ১৫৭ শিশুর মৃত্যু হয়েছে। সেইসঙ্গে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা হয়েছে প্রায় দ্বিগুণ। এসব তথ্য জানিয়েছে জিম্বাবুয়ের তথ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার তথ্যমন্ত্রী মনিকা মুৎসভাংওয়া এক সংবাদ সম্মেলনে বলেন, জিম্বাবুয়ে চার দিনে হাম আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৬ জন থেকে বেড়ে ২ হাজার ৫৬ জনে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতিতে মন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরে জিম্বাবুয়ের স্কুলগুলো খুলে দেওয়া হচ্ছে। তার আগে টিকা কর্মসূচি চালাতে চাইছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে করোনা আক্রান্ত হয়ে দেশটিতে সাড়ে পাঁচ হাজারের বেশি মৃত্যু হয়েছে। শনাক্ত আড়াই লাখের বেশি। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত দুই সপ্তাহে দেশটিতে করোনা সংক্রমণের নিম্নগতি লক্ষ্য করা গেছে। তবে এর মাঝেই নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে হাম। সূত্র: ডয়চে ভেলে।
news24bd.tv/FA