শ্রীলঙ্কায় জরুরি বিধিনিষেধগুলোর মেয়াদ শেষ হচ্ছে
শ্রীলঙ্কায় জরুরি বিধিনিষেধগুলোর মেয়াদ শেষ হচ্ছে

ফাইল ছবি

শ্রীলঙ্কায় জরুরি বিধিনিষেধগুলোর মেয়াদ শেষ হচ্ছে

শ্রীলঙ্কায় জরুরি অবস্থার আওতায় বর্তমানে যেসব বিধিনিষেধ কার্যকর আছে, তার মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার  শেষ হচ্ছে জরুরি অবস্থার মেয়াদ।

সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদন বলা হয়, নজিরবিহীন অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় গত ১৮ জুলাই জরুরি অবস্থা ঘোষণা করেন তখনকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বিক্রমাসিংহে। গতকাল শ্রীলঙ্কার বিভিন্ন পেশাদারদের সংগঠন ‘অর্গানাইজেশন অব প্রফেশনাল অ্যাসোসিয়েশন্স’র ৩৫তম বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ ঘোষণা দেন বিক্রমাসিংহে।

তবে অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থায় বিধিনিষেধ থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, পার্লামেন্টকে সরকারে পরিণত করতে চাই আমরা। আমাদের একটি পর্যবেক্ষক কমিটি থাকবে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংস্কার আনার উপায় ও করণীয় নিয়ে একটি কমিটি গঠন করা হবে। প্রতিটি কমিটিতে পার্লামেন্টের বাইরের তরুণ সদস্যদের নিয়োগ দেয়া হবে।

এসময় সব দলের সমন্বয়ে একটি জাতীয় পরিষদও গঠন করা হবে বলেও জানান তিনি।

news24bd.tv/FA