ঢাকা সফররত জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক

সংগৃহীত ছবি

ঢাকা সফররত জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে বিএনপির বৈঠক

অনলাইন ডেস্ক

ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনের এশিয়া-প্যাসিফিক শাখার প্রধান ররি মুনগোবেনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল। আজ বুধবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে প্রতিনিধিদলটি ররি মুনগোবেনের সঙ্গে প্রায় ৫০ মিনিট বৈঠক করে।

পরে প্রতিনিধিদলের প্রধান আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কেমন, সেটা নিয়ে আমাদের সঙ্গে কথা হয়েছে। আমরা আমাদের বক্তব্য তাঁকে বলেছি।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আমরা ব্যাখ্যা করেছি, যেটা বিভিন্ন সময়ে আপনারা রিপোর্ট করেছেন, পত্রপত্রিকায় এসেছে। ’

ররি মুনগোবেন কী বলেছেন জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, ‘উনি আমাদের বক্তব্য শুনেছেন। উনি তো ফিট ব্যাক দেবেন না আমাদের। '

প্রতিনিধিদলে আরও ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য শামা ওবায়েদ, তাবিথ আউয়াল ও মানবাধিকারবিষয়ক কমিটির সদস্য আবরার ইলিয়াস।

news24bd.tv/desk