‘রং’র জন্য মনোযোগ পাচ্ছে না ইথিওপিয়া

সংগৃহীত ছবি

‘রং’র জন্য মনোযোগ পাচ্ছে না ইথিওপিয়া

অনলাইন ডেস্ক

বর্ণবাদের কারণেই ইথিওপিয়া সঙ্কট আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস। তিনি বলেন, ‘ইথিওপিয়ার যুদ্ধ-বিধ্বস্ত টাইগ্রে অঞ্চলের মানুষের দুর্দশার কথা আন্তর্জাতিকভাবে মনোযোগ পাচ্ছে না। এর জন্য প্রধান দায়ী তাদের শরীরের রং। ’

মঙ্গলবার (১৭ আগস্ট) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তেদরোস।

ডাব্লিউএইচও প্রধান বলেন, ‘বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সঙ্কট টাইগ্রে অঞ্চলে দেখা যাচ্ছে। ৬০ লাখ তাদের মৌলিক পরিষেবাগুলো পাচ্ছে না। ইউক্রেনের মতো ইথিওপিয়ার সঙ্কট মনোযোগ পাচ্ছে না। ’ 

এ সময় আবেগতাড়িত হয়ে পড়েন টাইগ্রে অঞ্চলে জন্ম নেওয়া তেদরোস।

সংবাদ সম্মেলনে ইথিওপিয়া সঙ্কট নিয়ে উদ্বেগ জানিয়েছেন ডাব্লিউএইচওর জরুরী বিভাগের পরিচালক মাইক রায়ানও। তিনি বলেন, ‘আফ্রিকা হর্নে কি হচ্ছে তা কেউই দেখছে না। ’

news24bd.tv/মামুন