কাবুলে মসজিদে বোমা হামলা, ইমামসহ নিহত ৩

সংগৃহীত ছবি

কাবুলে মসজিদে বোমা হামলা, ইমামসহ নিহত ৩

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ওই মসজিদের ইমামসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। শিশুসহ আহত হয়েছেন ডজনখানেক।

দেশটির স্থানীয় সময় বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যার দিকে বোমা হামলার এ ঘটনা ঘটেছে।

দেশটির পুলিশ ও হাসপাতালের বরাতে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে আল-জাজিরা জানায়, বুধবার এশার নামাজের সময় ওই মসজিদে বোমা বিস্ফোরণে ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহতের সংখ্যা দুই ডজনেরও বেশি। হতাহতের প্রকৃত সংখ্যা জানা না গেলেও লাশের সারি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাবুলে ইতালিয়ান একটি অলাভজনক বেসরকারি সংস্থার পরিচালিত হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ২৭ জন আহত ব্যক্তির চিকিৎসা করছেন। এর মধ্যে তিনজন মারা গেছেন। আহতের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।

কাবুলের এক নিরপাত্তা কর্মী আল-জাজিরাকে বলেছেন, এ বোমা হামলায় ২০ জন মারা গেছে। আর আহত হয়েছেন ৪০ জন। তবে ফরাসি সংবাদ সংস্থা এএফপি বলছে, এতে ১০ জন মারা গেছেন।

হতাহতের বিষয়টি স্বীকার করেছে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্ল্যাহ মুজাহিদ। তবে হতাহতের সংখ্যা জানাননি তিনি।

এক টুইট বার্তায় জাবিউল্ল্যাহ বলেন, ‘বেসামরিক নাগরিকদের হত্যাকারীদের দ্রুতই শাস্তির মুখে আসতে হবে। ’

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জর্দান সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘মসজিদের ভেতরে এ বোমা হামলা হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনো পরিষ্কার না। ’

 প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাবুলের উত্তরাঞ্চলের খায়ের খানার সিদ্দিকিয়া মসজিদে  বোমা বিস্ফোরণ ঘটে। এ সময় ওই মসজিদের আশেপাশের ভবনগুলোর কাঁচের গ্লাসগুলো ভেঙে যায়। ’

এ দিকে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। সেখানে  কাজ করছে তদন্তকারী কর্মকর্তারা।

news24bd.tv/মামুন