আলজেরিয়ায় দাবানলে মা-মেয়েসহ ২৬ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

আলজেরিয়ায় দাবানলে মা-মেয়েসহ ২৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

দাবানলে পুড়ছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া। শুধুমাত্র দেশটির উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানলে ২৬ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

আলজেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজৌদ বলেন, ‘নিহতের মধ্যে ২৪ জনই তিউনিসিয়ার সীমান্তের কাছের এল ট্রাফে মারা গেছ। আর সেতিফে এক মা ও মেয়ে মারা গেছে। ’

এ দিকে দাবানল নিয়ন্ত্রণে চেষ্টা করছে অগ্নি নির্বাপক কর্মীরা। দাবানলের জন্য বিভিন্ন প্রদেশে প্রায় ৩৫০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সি জানায়, দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এল ট্রাফ। ওই অঞ্চলে ১৬টি স্থানে এখনো আগুন জ্বলছে।

প্রতি বছরই দাবানলের শিকার হয় আলজেরিয়ার উত্তরাঞ্চল। গত বছর অর্থাৎ ২০২১ সালে দাবানলে এ অঞ্চলে ৯০ জন প্রাণ হারিয়েছেন। ওই আগুনে এক লাখ হেক্টর বনভূমি ধ্বংস হয়ে যায়।

news24bd.tv/মামুন

এই রকম আরও টপিক