লর্ডসে প্রথম দিনে ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়

সংগৃহীত ছবি

লর্ডসে প্রথম দিনে ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়

ডেস্ক নিউজ

লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ধুকছে ইংল্যান্ড। বৃষ্টির বাধায় গতকাল বুধবার খেলা হয়েছে কেবল ৩২ ওভার। আর তাতেই স্বাগতিকদের স্কোরবোর্ডে ১১৬ রান তুলতে চলে গেছে ৬ উইকেটে। প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার সামনে যেন দাঁড়াতেই পারলো না ইংলিশরা।

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দিন সকালে টস জিতে বোলিং নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন অ্যালেক্স লিস।

দারুণ ছন্দে থাকা জো রুটও  বিদায় নেন পেসার ইয়ানসেনের বলে। ফর্মের তুঙ্গে থাকা জনি বেয়ারস্টো খুলতেই পারেননি রানের খাতা।

নরকিয়ার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন তিনি। ৫৫ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েন ইংলিশরা। পঞ্চম উইকেটে পোপ ও বেন স্টোকস প্রতিরোধের চেষ্টা করেন।

লাঞ্চ বিরতির আগে স্টোকসকে ফিরিয়ে ৪৫ রানের এই জুটি ভাঙেন নরকিয়া। তিন নম্বরে নেমে ৮৭ বলে ৬১ রানে খেল ওলি পোপ দিন শেষে অপরাজিত আছে। প্রোটিয়া পেসারদের তোপের মুখে টপ অর্ডারের পাঁচ জনের মধ্যে পোপ ছাড়া দুই অঙ্কের রান ছুঁতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।

ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান এসেছে বেন স্টোকসের ব্যাট থেকে।

news24bd.tv রিমু