ভারতের বোলিং তোপে কোণঠাসা জিম্বাবুয়ে

সংগৃহীত ছবি

ভারতের বোলিং তোপে কোণঠাসা জিম্বাবুয়ে

অনলাইন প্রতিবেদক

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টস জিতে ফিল্ডিং করছে ভারত।  ভারতের বোলিং তোপে কোণঠাসা হয়ে পড়েছে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০ রান।  

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি জিম্বাবুয়ে।

দলীয় ২৫ রানে দীপক চাহারের বলে প্যাভিলিয়নে ফিরে যায় ইনোসেন্ট কাইয়া। দুই রান পরে তাদিওয়ানাশে মারুমানিকে আউট করে চাহার। আর শন উইলিয়ামসকে সাজঘরে পাঠায় মোহাম্মদ সিরাজ। এরপর জিম্বাবুয়ে শিবিরে আবারো চাহারের আঘাত।
এবার তার শিকার ওয়েসলে মাধভের। শুরুতেই  চার উইকেট হারিয়ে চাপে পরে জিম্বাবুয়ে। এই চার ব্যাটারের কেউই ৮ এর উপরে রান করতে পারেনি।

জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাশে মারুমানি, ইনোসেন্ট কাইয়া, শন উইলিয়ামস, ওয়েসলে মাধভের, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (অধিনায়ক ও উইকেটরক্ষক), রায়ান বার্ল, লুক জঙউই, ব্র্যাডলি ইভান্স, ভিক্টর নিয়ুচি ও রিচার্ড এনগারাভা।

ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুবমান গিল, ইশান কিশান, দীপক হুদা, সানজু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, দীপক চাহার, কুলদ্বীপ যাদব, প্রাসিদ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক