ওপেনিংয়ে কে খেলবে তা ঠিক হবে প্রতিপক্ষের উপর : পাপন

ওপেনিংয়ে কে খেলবে তা ঠিক হবে প্রতিপক্ষের উপর : পাপন

অনলাইন ডেস্ক

এশিয়া কাপের মিশনে নিজেদের প্রস্তুত করতে মাঠে অনুশীলন করছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম। তাদের সঙ্গে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজও। আজ যুক্ত হন মোহাম্মদ সাইফউদ্দিন।  

তাদের অনুশীলন দেখতে বৃহস্পতিবার হঠাৎ মিরপুরে হাজির হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মাঠে এসে ক্রিকেটারদের রীতিমতো ‘সারপ্রাইজ’ দিয়েছেন বোর্ড প্রধান।  

এসময় নাজমুল হাসান পাপন বলেন, এশিয়া কাপে ওপেনিং পজিশনে কে খেলবে তা ঠিক হবে প্রতিপক্ষের উপর।

এশিয়া কাপ দিয়েই টি- টোয়েন্টি ফরম্যাটে নতুন বাংলাদেশকে দেখতে চান নাজমুল হাসান পাপন, তিনি বলেন, খেলোয়াড়রা যেন ইনজুরিতে কম পড়ে তা নিয়ে কাজ করছে বিসিবি।

তিনি বলেন, জুনিয়র ক্রিকেটারদের উপর ক্যারিয়ারের শুরুতেই বড় কিছু আশা করা যাবে না, তাদের কমপক্ষে জাতীয় দলে কমপক্ষে ৬-৭ ম্যাচ সুযোগ দিতে হবে।

পাপন বলেন, পাওয়ার হিটিং নিয়ে আপাতত দলের সাথে কাজ করছে জেমি সিডনস।

তিনি আরও বলেন, আইসিসি ও ক্রিকেট বিশ্ব বাংলাদেশকে গুরুত্ব দেওয়া শুরু করায় এফটিপিতে আমাদের ম্যাচের পরিমান বেড়েছে।

news24bd.tv/কামরুল