মস্তিষ্কে কোভিডের ক্ষতিকারক প্রভাব বহু বছর পর ফিরে আসে!

প্রতীকী ছবি

মস্তিষ্কে কোভিডের ক্ষতিকারক প্রভাব বহু বছর পর ফিরে আসে!

রিমু

যারা ভাবছেন মহামারি করোনাভাইরাস শুধুমাত্র শ্বাসতন্ত্রের রোগ, তাহলে ভুল করছেন। যত দিন যাচ্ছে ততই আরো বেশি করে স্পষ্ট হচ্ছে যে এটি শুধু শ্বাসতন্ত্রের রোগ নয়। করোনাভাইরাস মানুষের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রে বহু রকমের সমস্যা সৃষ্টি করে।  

এক গবেষণায় দেখা যায়, মহামারি কোভিড-১৯ থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা অন্তত দুই বছর ধরে মানসিক ব্যাধি, ডিমেনশিয়া ও দীর্ঘস্থায়ী নানা শারীরিক উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

 

এ বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের তুলনায় কোভিডের পরে উদ্বেগ এবং বিষন্নতা প্রায়শই ঘটে, তবে ঝুঁকি সাধারণত দুই মাসের মধ্যে কমে যায়।  

এদিকে, বুধবার প্রকাশিত ল্যানসেট সাইকিয়াট্রি জার্নালের এক সমীক্ষা অনুসারে, স্মৃতিভ্রংশ, মৃগীরোগ, খিঁচুনি এবং অন্যান্য দীর্ঘমেয়াদী মানসিক এবং মস্তিষ্কের স্বাস্থ্যের রোগগুলো কোভিড থেকে বেঁছে যাওয়া ব্যক্তিদের ২৪ মাস অর্থাৎ দুই বছর পরেও ছিলো।

সূত্র : ব্লুমবার্গ  

news24bd.tv রিমু