ডিমের দাম কমল

সংগৃহীত ছবি

ডিম আমদানির ঘোষণার পর 

ডিমের দাম কমল

অনলাইন ডেস্ক

‘প্রয়োজনে ডিম আমদানির’ এই ঘোষণার একদিন পর ডিমের দাম কমতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার প্রতি ডজনে ডিমের দাম কমেছে ২৫ টাকা। গতকালও ডজন বিক্রি হয়েছে ১৬৫ টাকা। আজ বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

 

খুচরা বিক্রেতারা জানিয়েছে, আজ ১০০ ডিমের পাইকারি দাম ১১শ’ টাকা। আমরা প্রতিডজন বিক্রি করছি ১৪০ টাকা। কিন্তু কেউ এক হালি নিতে চাইলে আমরা ৫০ টাকা নিচ্ছি।

বাণিজ্যমন্ত্রী টিপু বুধবার (১৭ আগস্ট) বলেন দাম কমানোর স্বার্থে প্রয়োজনে ডিম আমদানি করা হবে।

তার এমন বক্তব্যের পরের দিনই ডিমের দাম হালিতে পাঁচ থেকে ১০ টাকা কমল।  

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজারগুলোতে দেখা যায়, লাল ও সাদা ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৫০ টাকা করে। অথচ বুধবার (১৭ আগস্ট) বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা হালি। সেই হিসাবে খুচরা বাজারে একদিনের ব্যবধানে প্রতি হালি ডিমের দাম কমেছে ৮ থেকে ১০ টাকা। তবে যারা ডজন কিংবা এক কেস ডিম কিনছেন তারা আরও কম দামে ১৪০ টাকায় কিনতে পারছেন।

দাম কমার কারণ জানতে চাইলে দোকানি মতিয়ার রহমান বলেন, আড়ত থেকে ডিম কম দামে কিনেছি। তাই কম দামেই বিক্রি করছি।  

ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্লাহ বলেন, মুরগির খাবারের দাম বেড়েছে। তার ওপর জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ডিমের দাম বেড়েছে।

ডিম আমদানি করা হবে বলে বাণিজ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এখন ডিমের দাম কমানো হয়েছে কিনা জানতে চাইলে আমান উল্লাহ বলেন, আমরাও চাই ডিমের দাম কমাতে কিন্তু আমাদের উপায় নেই।  

তিনি বলেন, ডিমের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি কমেছে। আমাদের ব্যবসাও কমেছে।

news24bd.tv/কামরুল