দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর বুধবার (১৭ আগস্ট) দেশে ফিরেছেন চিত্রনায়ক শাকিব খান। তাকে স্বাগত জানাতে সারাদেশ থেকে ভক্তরা হাজির হন বিমানবন্দরে। তাদের ভালোবাসায় সিক্ত কিং খান।
এয়ারপোর্ট থেকে গুলশানের বাসায় যান শাকিব খান।
বাসায় ফিরেই বাবা-মায়ের পা ছুঁয়ে সালাম করেন শাকিব। ছেলেকে বুকে জড়িয়ে ধরেন তারা।
বাসায় ফিরে শাকিব গণমাধ্যমকে জানান, ‘পরিবার চাচ্ছে আমি সেটেল হই। আমার সুন্দর গোছানো কিছু হোক। এবার যা কিছু হবে, পরিবারের পছন্দেই হবে। এখন আর গোপনে কিছুই করব না। বিয়ে করলে ধুমধাম আয়োজনে সবাইকে জানিয়ে করব। ’
news24bd.tv/কামরুল