সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা আজ

সংগৃহীত ছবি

সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা আজ

অনলাইন ডেস্ক

সপ্তাহ ধরেই দেশের বিভিন্ন এলাকায় চলছে তীব্র দাবদাহ। অন্যদিকে লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সবমিলিয়ে এক মিশ্র আবহাওয়ার সম্মুখীন বাংলাদেশ।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহের রেকর্ড তাপমাত্রা অনুভূত হচ্ছে আজ।

এদিন সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়াতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস।

সপ্তাহের আবহাওয়া পর্যালোচনায় দেখা গেছে, আগামী কয়েকদিন এ তাপদাহ কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি ফিরবে কয়েকদিন পরেই। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

সেইসাথে সপ্তাহজুড়ে হালকা থেকে বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

news24bd.tv/FA