নোয়াখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। অপরদিকে সুবর্ণচরে পানিতে ডুবে ২ বছরের এক শিশু মারা গেছে।

কোম্পানীগঞ্জের নিহত স্কুলছাত্রের নাম প্রীতম সূত্রধর (১৪)। সে বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন সূত্রধরের ছেলে এবং স্থানীয় বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে এই ঘটনা ঘটে।

বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ধনেশ্বর মজুমদার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত কিশোর বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রীতম সাঁতার শেখার জন্য প্রায় বন্ধুদের নিয়ে পুকুরে যেত।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রীতম বসুরহাট উচ্চ বিদ্যালয়ের পুকুরের উত্তর পাশে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বসুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) মো.রবিউল বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে, নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে মো. মামুন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মো. মামুন উপজেলার ৩নং চরক্লাক ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের প্রবাসী ফরিদ মিয়ার বাড়ির শেখ ফরিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মামুন পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ জানান, এ বিষয়ে এখন কেউ থানায় অবহিত করেনি। তবে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

news24bd.tv/ তৌহিদ

এই রকম আরও টপিক