‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার নীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না’

সংগৃহীত ছবি

‘ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার নীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না’

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার নীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও চট্টগ্রামের জে এম সেন হলে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে তিনি বলেন, এদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে চলবে। হিন্দুদের আত্মবিশ্বাস নিয়ে চলার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, নিজেদের সংখ্যালঘু না ভেবে মনোবল নিয়ে চললে দুষ্টু মানুষরা কখনোই কোন ক্ষতি করতে পারবে না।

 

এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশের সুন্দর পরিবেশ নষ্ট করতে মাঝে মধ্যেই একটি গোষ্ঠী সুকৌশলে বিদেশীদের কাছে অপপ্রচার করে। সরকার মসজিদ, মন্দির, গির্জা, মঠ সব কিছুরই সংস্কার ও উন্নয়নের জন্য পদক্ষেপ নেয়। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার নীতিতে আওয়ামী লীগ বিশ্বাসী নয়।

বৈশ্বিক সংকটের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ইউরোপেও মুল্যস্ফীতি দেখা দিয়েছে।

নিজেদের মাটি ও মানুষ ব্যবহার করেই সংকট মোকাবেলা করতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে বিত্তবানদের। এসময় করোনা মোকাবেলায় মানুষকে টিকা নেয়ারও আহ্বা্ন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
news24bd.tv/আজিজ