ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর উদ্দাম নাচের ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

সংগৃহীত ছবি

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর উদ্দাম নাচের ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের পার্টি ও নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর ফিনল্যান্ডেই ওঠেছে সমালোচনার ঝড়। তাকে ড্রাগ টেস্ট করার আহ্বান জানানো হচ্ছে। খবর নিউ ইয়র্ক পোস্ট

৩৬ বছর বয়সী মারিন বিশ্বের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপ্রধানদের একজন। ভাইরাল ভিডিওটিতে তাকে উদ্দামভাবে নাচতে দেখা যায়। এরপরই বিভিন্ন মহল থেকে তাকে ড্রাগ টেস্ট করার আহ্বান জনানো হচ্ছে। ‍যদিও মাদক ব্যবহার করার বিষয়টি কঠোরভাবে অস্বীকার করেছেন মারিন৷

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি নিজে অ্যালকোহল ছাড়া অন্য কিছু গ্রহণ করিনি।

আমি নাচ, গান ও পার্টি করেছি। পুরোপুরি আইনি কাজ করেছি।

ভিডিও তে দেখা যায়, একটি কালো ট্যাঙ্ক টপ এবং একজোড়া সাদা প্যান্ট পরা ফিনল্যান্ডের গ্ল্যামারাস প্রধানমন্ত্রী উদ্দামভাবে নাচছেন। মেয়ে বন্ধুদের সাথে মজা করছেন।

ফিনিশ সংসদ সদস্য মিকো কার্না, টুইট করেছেন যে মারিনকে স্বেচ্ছায় একটি ড্রাগ টেস্ট করা উচিত এবং ফলাফল প্রকাশ করা উচিত।

মারিন জনিয়েছেন, কয়েক সপ্তাহ আগে দুটি ব্যক্তিগত বাসভবনে এই পার্টি অনুষ্ঠিত হয়েছিল। এতে প্রায় ২০ জন অতিথি উপস্থিত ছিলেন।

ভিডিও ভাইরাল হওয়ার বিষয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আন্না মারিন বলেন, আমি জানতাম বিষয়টি ভিডিও করা হচ্ছে; কিন্তু এটি জনসম্মুখে প্রকাশ করা হয়েছে এজন্য আমি ব্যথিত হয়েছি।

news24bd.tv/আজিজ