সিউলের প্রস্তাব প্রত্যাখ্যান পিয়ংইয়ংয়ের

সংগৃহীত ছবি

সিউলের প্রস্তাব প্রত্যাখ্যান পিয়ংইয়ংয়ের

অনলাইন ডেস্ক

পরমাণু নিরস্ত্রীকরণে গেলে উত্তর কোরিয়ার অর্থনীতি চাঙ্গা করতে সাহায্য করবে দক্ষিণ কোরিয়া। এমন প্রস্তাব দিয়েছিল দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং ইয়লের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

প্রথমবারের মতো সিউলের প্রস্তাব নিয়ে পিয়ংইয়ংয়ের কোনো নেতা কথা বললো।

ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মাথায় গত বুধবার ইয়ল এ প্রস্তাব দেন।

এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, ‘পরমাণু অস্ত্র আমাদের স্বপ্ন ও সম্মান। আমাদের স্বপ্ন নিরস্ত্রীকরণ করে আমরা কোনো অর্থনৈতিক সহযোগিতা চাই না।

কর্ণ কেকের জন্য কেউ তার ভবিষ্যৎ শেষ করে না। ’

তিনি আরও বলেন, ‘এমন প্রস্তাব দিয়ে ইয়ল তার বাচ্চাসুলভ আচরণের পরিচয় দিয়েছে। মুখ বন্ধ রাখলে তার (ইয়ল) ভাবমূর্তি আরও ভালো থাকবে। আমরা কখনো তার সামনাসামনি বসবো না। ’

দুই মাস পর গত বুধবার ফের ক্রুস মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ সময় দেশটি করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় ব্যস্ত ছিল এবং গত সপ্তাহে এ ভাইরাস জয়ের ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং।

২০১৭ সালে শেষবারের মতো কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং।  দক্ষিণ কোরিয়া ও মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস, উত্তর কোরিয়া নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: আল-জাজিরা

news24bd.tv/মামুন