কিয়েভকে আরও ৮০০ মিলিয়নের সামরিক সহায়তা দিবে যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

কিয়েভকে আরও ৮০০ মিলিয়নের সামরিক সহায়তা দিবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

ইউক্রেনকে আরও ৮০০ মিলিয়নের সামরিক সহায়তা দেওয়ার প্রস্তুতি নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৯ আগস্ট) এ ঘোষণা দিতে পারে ওয়াশিংটন। বিষয়টির সঙ্গে সংযুক্ত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

ওই সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি ক্ষমতার ব্যবহার করে এ সহায়তার অনুমোদন করবেন।

এরপরেই মার্কিন ভান্ডার থেকে অতিরিক্ত অস্ত্র ইউক্রেনকে দেওয়া হবে।

নাম প্রকাশ করার না শর্তে ওই সূত্র জানায়, সামনের সপ্তাহের এ ঘোষণার আগে ভান্ডারে থাকা অস্ত্রগুলোর দামের পরিবর্তন করা হবে।

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউজ।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া।

এরপর থেকেই কিয়েভকে সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করে আসছে ওয়াশিংটন।

news24bd.tv/মামুন