জি২০ সম্মেলনে থাকবেন পুতিন ও শি

সংগৃহীত ছবি

জি২০ সম্মেলনে থাকবেন পুতিন ও শি

অনলাইন ডেস্ক

ইউক্রেনে আগ্রাসনের পর থেকেই জি২০ জোটে রাশিয়াকে রাখা নিয়ে প্রশ্ন উঠে। এমনকি রাশিয়াকে সংগঠনটি থেকে বাদ দিতে বলে ওয়াশিংটন। মস্কোর সদস্যপদ বাতিলের কথা বলে তারা। তবে সব জল্পনা কল্পনা শেষে জি২০ এর বালি সম্মেলনে উপস্থিত থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী জোকো উইদোদোর বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বিবিসি জানায়, ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাতকারে  বালি সম্মেলনে পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের কথা জানিয়েছেন উইদোদো। তিনি বলেন, ‘নভেম্বরের সম্মেলনে শি আসবেন। পুতিনও আসবেন বলে আমাকে জানিয়েছে।

ইউক্রেন রাশিয়ার আগ্রাসন এবং তাইওয়ান নিয়ে উত্তেজনা বৃদ্ধির পর এটিই হবে প্রথম কোনো বৈশ্বিক শীর্ষ সম্মেলন। আর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এই প্রথম চীনা প্রেসিডেন্ট দেশ থেকে বের হবেন।

নভেম্বরের এই সম্মেলনে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  সম্মেলনে বাইডেন পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো বৈঠক করবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। তবে সম্মেলনের আগে বা পরে শি জিন পিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

news24bd.tv/মামুন