বিশ্বকাপে চলবে চার হাজার বাস

সংগৃহীত ছবি

বিশ্বকাপে চলবে চার হাজার বাস

অনলাইন ডেস্ক

আসন্ন কাতার বিশ্বকাপ চলাকালীন কাতারের বিভিন্ন শহরের ৩০০ রুটে চলবে চার হাজার বাস। তার আগে বিভিন্ন শহরের ৯টি রুটে ১৩০০ বাস পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। ট্রান্সপোর্টেশনের বিশাল এই আয়োজন, পরিকল্পনা অনুযায়ী শু-শৃঙ্খলভাবে পরিচালনার জন্য এই ট্রায়াল হয়েছে বলে জানিয়েছেন, বিশ্বকাপে যানবাহন সরবরাহ কোম্পানির প্রধান আহমেদ হাসান আল ওবেইদি।

কাতার বিশ্বকাপ সামনে রেখে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি।

আসন্ন এই আসরে সারা বিশ্ব থেকে ১২ লাখ সমর্থক ভ্রমণ করবেন দেশটি। অবকাঠামোগত নানা উন্নয়ন করছে আয়োজকরা। তারই ধারাবাহিকতায়, খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যাচ সংশ্লিষ্ট ও আগত দর্শনার্থীদের জন্য বিশেষ যানবাহনের ব্যবস্থা করেছে বিশ্বকাপ আয়োজক কমিটি।

বিশ্বকাপ চলাকালীন কাতারের বিভিন্ন শহরের ৩০০ রুটে চলবে চার হাজার বাস।

সেজন্য প্রস্তুত আছেন ১৪ হাজার চালক। খেলোয়াড় ও ম্যাচ সংশ্লিষ্টদের যাতায়াতের জন্য ব্যবহার করা হবে বাসগুলো। বাকিগুলো চলবে কাতারের বিভিন্ন শহর থেকে দোহায় দর্শনার্থীদের আনা নেয়ার জন্য। সিডিউল মাফিক চলবে বাস, ট্রেন ও ট্রামগুলো। বিশ্বকাপ সামনে রেখে ১৩০০ বাস পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে কাতারের নয়টি রুটে। ফলে, একটি অনুশীলন সম্পন্ন হয়েছে। যে বাসগুলো যাত্রীদের স্টেডিয়ামে পৌঁছে দেবে।

news24bd.tv/আলী