শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন আইএমএফের কর্মকর্তারা

প্রতীকী ছবি

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন আইএমএফের কর্মকর্তারা

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার আর্থিক খাতের সংস্কার এবং সংকট পুনরুদ্ধারে নতুন নীতি কাঠামো তৈরির বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করতে আগামী ২৪ আগস্ট এক সপ্তাহের জন্য কলম্বো সফরে যাচ্ছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‘এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটির (ইএফএফ)’ আওতায় খুব দ্রুত ঋণের অর্থ দিতে শ্রীলঙ্কার সঙ্গে আইএমএফ চুক্তি করবে কি না, তা নির্ভর করছে সংস্থাটির কর্মকর্তাদের মতামতের ওপরই।  

শুক্রবার (১৯ আগস্ট) আইএমএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সফরের বিষয়টি জানানো হয়।  

এদিকে বাংলাদেশকে ঋণ দিতে কোনো শর্ত আরোপের প্রশ্ন আসে না বলে জানিয়েছে আইএমএফ।

মঙ্গলবার (১৬ আগস্ট) বাংলাদেশের অর্থনীতি বিষয়ে এক ব্রিফিংয়ে আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রধান রাহুল আনান্দ একথা জানান।  

ব্রিফিংয়ে আইএমএফের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রধান স্পষ্ট করেই বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি বাংলাদেশের নিজস্ব ব্যাপার। এর সঙ্গে আইএমএফের ঋণের কোনো সম্পর্ক নেই।  

news24bd.tv/আলী