রাজধানীতে এলাকাভেদে সক্রিয় ছিনতাইকারীদের ১০-১৫টি দল

রাজধানীতে এলাকাভেদে সক্রিয় ছিনতাইকারীদের ১০-১৫টি দল

প্রেস বিজ্ঞপ্তি

মাদকাসক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় রাজধানীতে বেড়েছে ছিনতাইকারী ও মলম পার্টি। এর জন্য অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৩। রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৩৭ জন ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেপ্তার করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

রোববার দুপুরে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

অভিযানের বিষয়ে তিনি বলেন, আজকের অভিযানে বিপুল পরিমাণ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র-শস্ত্র জব্দ করা হয়েছে। সেইসাথে গ্রেপ্তার ছিনতাইকারীরা একাধিকবার গ্রেপ্তার হয়েছে এবং তাদের অনেকেই জামিন নিয়ে বের হয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে বলেও জানান তিনি।

আরিফ মহিউদ্দিন বলেন, তারা একাধিক গ্রুপে ভাগ হয়ে ছিনতাই করে। এদের দশ থেকে ১৫টি গ্রুপ রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় ছিনতাইকারী সদস্যরা ঘোরাফেরা করে। তারপর সহজ সরল যাত্রীদের টার্গেট করে কখনও তাদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং বিষাক্ত চেতনানাশক ঔষধ মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করে। বিভিন্ন চেতনানাশক বা এ জাতীয় বিষাক্ত মলমে অজ্ঞান হয়ে পড়লে তার সর্বস্ব কেড়ে নিয়ে তারা ভিড়ের মধ্যে মিশে যায়।

news24bd.tv/FA