পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ দোয়া মাহফিল

সংগৃহীত ছবি

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার বাদ আসর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মন্ত্রণালয়ে প্রথমবারের মতো আয়োজিত এ দোয়া মাহফিলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।  

দোয়া মাহফিলে ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

একই সঙ্গে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাতবরণকারী সবার আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

news24bd.tv/কামরুল