বুধবার থেকে অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা 

প্রতীকী ছবি

বুধবার থেকে অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা 

অনলাইন ডেস্ক

জ্বালানি সাশ্রয়ে আগামী বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত অফিস সময় নির্ধারণ করা হয়েছে।  ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমন মৌসুমে কৃষকদের সেচকাজে ১২-১৫ দিন বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

 

এছাড়া মন্ত্রিসভার বৈঠকে মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় আইন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, হালকা প্রকৌশল শিল্প উন্নয়ন নীতিমালার অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম।

news24bd.tv/রিমু 

 

 

 

 

এই রকম আরও টপিক