শুক্রবার ডিএনসিসির যানবাহনে তেল সরবরাহ বন্ধ

সংগৃহীত ছবি

শুক্রবার ডিএনসিসির যানবাহনে তেল সরবরাহ বন্ধ

অনলাইন ডেস্ক

সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা ও দাপ্তরিক কাজে ব্যবহৃত গাড়িতে প্রতি শুক্রবার জ্বালানি সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

আজ সোমবার ডিএনসিসির পরিবহন শাখা এসংক্রান্ত একটি আদেশ জারি করে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে এতে উল্লেখ করা হয়। তবে জরুরি সেবা, বর্জ্য পরিবহন ও মশা নিধনে ব্যবহৃত যানবাহন এই আদেশের আওতামুক্ত থাকবে।

এর আগে গত ২৫ জুলাই বিদ্যুৎ সাশ্রয়ে প্রধান কার্যালয়সহ আঞ্চলিক কার্যালয়গুলোতে এসি ও বৈদ্যুতিক বাতির ব্যবহার সীমিত করার আদেশ দেয় ডিএনসিসি।

news24bd.tv/কামরুল