রাজধানীর খিলক্ষেত জোয়ার সাহারা রেলগেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। তাদের নাম পরিচয় জানা যায়নি। সোমবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পথচারী মো. শাহিদুল ইসলাম জানান, রাত ৮টার দিকে জোয়ার সাহারা রেলগেটে দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। ঘটনাস্থল থেকে নিস্তেজ অবস্থায় অজ্ঞাতনামা (৪০) ওই ব্যক্তিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এসময় হাত পা নাড়াচাড়া করছিল অজ্ঞাতনামা (৩৫) আরেক ব্যক্তি।
ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং জানান, রাতে বিমানবন্দরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে দুই ব্যক্তি। একজন কুর্মিটোলা হাসপাতালে মারা যায়। অপরজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের কারও পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
news24bd.tv/কামরুল